
নওগাঁর মান্দায় জেন্টস এ্যান্ড লেডিস পার্লারের দুই কর্মচারী জামানতের টাকাসহ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তার পাওয়া গেছে। জেন্টস এ্যান্ড লেডিস পার্লার মালিক অধ্যক্ষ মোজাফফর হোসেনকে না জানিয়ে গত ১৯ মে রাত অনুমানিক ১ টার দিকে ভাড়া বাসা থেকে নগদ টাকা নিয়ে উধাও হয়ে যায়।
ভুক্তভোগী মোজাফফর হোসেন উপজেলার প্রসাদপুর বাজারের টপম্যান জেন্টস ও বধূয়া বিউটি লেডিস পার্লারের স্বত্বাধিকারী।
অপরদিকে অভিযুক্তরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের তুহিন চিরানের ছেলে তুষার নকরেক (২৪) ও এর স্ত্রী চিংমি সিমসাং(২৩)।
অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযুক্ত দুইজন তারা স্বামী-স্ত্রী। পার্লারের কাজে যুক্ত হওয়ার পূর্বে মালিক পক্ষের নিকট থেকে অগ্রিম ১ লক্ষ ৩০ হাজার টাকা গ্রহণ করে কাজ যোগদান করেন।
বেশ কিছুদিন ধরে পার্লারে কাজ করে আসছিলেন তারা। বিশ্বস্ততার সূত্রধরে তারা দুইজন কর্মচারী ২- মাসের বাসা ভাড়া, মুদি দোকান বাঁকি, কাজের বুয়ার ২-মাসের বেতন ও জামানতের ১ লক্ষ ৩০ হাজার টাকা ফেরৎ না দিয়ে রাতারাতি পালিয়ে গেছেন ।
এতে করে মালিকের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে পালিয়েছে তারা দুইজন। এদের কে ধরিয়ে দিতে ০১৭১৮-৬৯০০২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন লেডিস এ্যান্ড জেন্টস পার্লারের স্বত্বাধিকারী মোজাফফর হোসেন ।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী মুঠোফোনে জানান , দুইজন কর্মচারী পালিয়েছে, তবে টাকা নিয়ে পালিয়েছে এমনটি বলেননি।