
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে বলৈবুনিয়া গ্রামের মো. ফারুক মৃধা(৪৮)কে মারধোর করে আহত করেছে প্রতিপক্ষ।
জানা যায় ফারুক মৃধা গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মোতাহার উদ্দিন মৃধার সর্মাথক ছিলেন।
একই গ্রামের জাহিদ মৃধা,ইউসুফ মৃধা,জালাল মৃধা,তাইফুল
মৃধা,হাফেজ ফকির,সবুজ ফকির চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম ুমঠু মৃধার সর্মাথক ছিলেন।বৃহস্পতিবার সকাল ১১টার সময় ফকিরবাড়ী বাস স্ট্যান্ড সলগ্ন এলাকায় বসে নির্বাচনী কথাকাটাকাটির এক পর্যায়ে জাহিদুল ইসলাম মিঠু মৃধার সমার্থক জাহিদ মৃধা,ইউসুফ মৃধা,জালাল মৃধা,তাইফুল মৃধা,হাফেজ ফকির,সবুজ ফকির ,ফারুক মৃধাকে এলোপাতাড়ি পিঠাতে থাকে এতে ফারুক মৃধার ডান হাত ভেঙ্গে যায়। ফারুক মৃধার ডাকাডাকিতে স্থানীয় লোকজন চলে আসেলে সন্ত্রাসীরা চলেযায়। স্থানীয়রা আহতবস্থায় ফারুক মৃধা(৪৮)কে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগ সুত্রে জানা যায়, ফারুক মৃধার ডার হাত ভেঙ্গে গেছে, ও তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিন্থ রয়েছে। আহত ফারুক মৃধার স্ত্রী হাফেজা বেগম বলেন মোতাহার মৃধার ঘোড়া মার্কায় ভোট দেওয়ায় অরা আমার স্বামীকে মারধোর করেছে আমি এ ঘটনার বিচার চাই। এবিষয় জাহিদুল ইসলাম মিঠু মৃধার সমার্থক জাহিদ মৃধারসহ
অন্যদের কাছে জানতে চাইলে তারা এ বিষয় কোন কথা বলবেন না বলে জানান।আমতলি থানার অফিসার ইনচার্জ মো: সাখাওয়াত হোসেন তপু বলেন, এখানো কোন অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।