
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত চিত্রা হরিণ ভেসে এসেছে। এর মাথা ও পিটের চামড়া হালকা উঠানো রয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার পরে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ব্লক পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে অ্যানিমেল লাভার্স সদস্যদেরকে খবর দিলে তাঁরা এসে বনবিভাগের সহায়তায় হরিণটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেন।
স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী এর কুয়াকাটা টিমের সদস্য কে এম বাচ্চু জানান, আমরা সন্ধ্যার দিকে খবর পাই বীচে একটি মৃত হরিণ ভেসে এসেছে। তথ্য পেয়ে সাথে সাথেই আমি দ্রুত ঘটনাস্থলে যাই আমি সেটা উদ্ধার করি। এটি একটি চিত্রা হরিণ। ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবন প্লাবিত হওয়ার কারণে এটা মারা গেছে বলে মনে করা হচ্ছে। হরিণটা মুলত পানিতে বেশিক্ষণ টিকে না থাকতে পেরে মারা গিয়ে পানির সাথে এদিকে ভেসে এসেছে বলে আমাদের ধারনা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা থাকলেও আসলে এসব মালিকানাহীন বা বন্যপ্রাণীদের জন্য কোন নিরাপদ আশ্রয়স্থল নেই। এই দূর্যোগকালীন মুহুর্তেও আমরা বিপদগ্রস্ত প্রাণীদের রক্ষায় প্রস্তুত ছিলাম। যদি হরিণ টাকে আমরা আহত অবস্থায়ও উদ্ধার করতে পারতাম সেক্ষেত্রে অনেক খুশি হতাম। কস্ট করে হলেও তাকে বাঁচিয়ে রাখতাম। তিনি আরো জানান, বিষয় টি মহিপুর বন বিভাগকে জানানোর চেষ্টা করছি। বনবিভাগ, অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় আমরা এটাকে মাটিচাপা দেয়ার চেষ্টা করছি।