
আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালিগঞ্জ কৃষি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১ মে থেকে বৃহস্পতিবার ২৩ মে সকাল ৯ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে পুষ্টি বিষয়ক কর্মশালা সম্পন্ন করা হয়,
এ সময় বক্তব্য রাখেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) বিজ্ঞানী ডঃ মুহাম্মদ আব্দুল মজিদ। সহকারী বিজ্ঞানিক কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা সিনিয়র কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী সমাজসেবা কর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, কৃষাণীরা, সহ গণ্যমান্য ব্যক্তিরা।
২৩/০৫/২৪