
পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২মে) দুপুরে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো: শফিউর রহমান।
মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে উপজেলা মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন মাহবুবা হক। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হেলেনা পারভীন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করেন।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।উল্লেখ্য, তৃতীয় ধাপে মেলান্দহ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।