
পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা পরিষদ নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত তিন উপজেলায় ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকাল ৪ টায় শেষ হয়। এ নির্বাচনে দশমিনা উপজেলায় দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ কে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীক নিয়ে মোঃ ইকবাল হোসেন হাওলাদার। বাউফল উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ( ঘোড়া) কে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ খান ( আনারস)।অন্যদিকে গলাচিপা উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সাহিন (ঘোড়া) কে হারিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া ( নিতু) আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।