
পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কতৃক অবৈধ নিয়োগের বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে পঞ্চগড়ে সাধারণ জনগনের আয়োজনে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন পঞ্চগড়ের মানুষকে না নিয়ে আউটসোর্সিংএ ঘুষের বিনিময়ে অন্য জেলা থেকে জনবল নিয়োগ দিচ্ছেন। এতে পঞ্চগড়ের বেকারেরা বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে আউটসোর্সিংয়ের অবৈধ নিয়োগ বাতিল সহ নির্বাহী প্রকৌশলীর বদলির দাবী করেন মানবন্ধন কারীরা ।
নিয়োগ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, জেলা ছাত্রলীগীগের সহ-সভাপতি মো: সোহাগ,শ্রমিক লীগ নেতা লোকমান হোসেন বাবু সহ অনেকে বক্তব্য রাখেন।