
রাজধানীর ওয়ারী থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাবনী আক্তার (৩৬),তার প্রধান সহযোগী মো.আক্তার হোসেন (৩৪) সহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন,মো.মনিরুল্লাহ ড্যানি (৩২),মো.মোক্তার হোসেন (৩৬),মো.আল আমিন মোহসিন (৩৯),মো.মিলন মিয়া এবং রুপা বেগম (২৮)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ মে ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) মো.শামীম হোসেন।
র্যাব জানায়,গ্রেফতারকৃত লাবনী আক্তার মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। দীর্ঘদিন যাবৎ চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে। রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় বিক্রয় করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়। এসময় তাদের নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ৫ হাজার ৭৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লক্ষ ৬০ হাজার ৯৬৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে