
রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঃ গফুর খানের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, দপ্তর সম্পাদক আকতার ফারুক, কোষাধ্যক্ষ সেলিম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, রবিউল ইসলাম ফকির, আল মামুন সরকার, মাধূরী সরকার, আসাদ বাবু, চঞ্চল অধিকারী, বিনয় কৃষ্ণ হালদার, তাহিদুল ইসলাম মোল্যা, আওরঙ্গজেব স্বর্ন, ইনতাজ মোল্যা, আয়ূব আলী ফকির, যুবলীগ নেতা বাদশা মিয়া,আঃ মজিদ শেখ, সুব্রত বাকচী, শফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, জাহিদুর রহমান, আঃ রশিদ শেখ, মুরাদ মোল্যা, আওয়াল শেখ, সোহেল শেখ, মুরাদ শেখ, হাবিব ফকির, হীরা পারভিন, সাইফুল ইসলাম প্রমূখ।