
ডেমরা থানা এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধ সচেতনতা মূলক গান ও র্যালি।
পুলিশ কমিশনার ডিএমপি ও উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগের নির্দেশনায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) এর নেতৃত্বে, সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) এর সার্বিক ব্যবস্থাপনায় কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা মূলক একটি র্যালি মঙ্গলবার (১৪ মে) বিকাল থেকে শুরু করে আল আমিন রোড পর্যন্ত প্রদক্ষিন করে সন্ধায় শেষ হয়। উক্ত র্যালি থেকে কিশোর গ্যাং প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও চকলেট বিতরন করা হয়। এডিসি (ডেমরা জোন ও ক্রাইম) মাসুদুর রহমান মনির ও এসি (ডেমরা জোন) মধুসূদন দাস,ওসি (ডেমরা) জহিরুল ইসলাম এবং ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা সহ অত্র এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। তাছাড়াও র্যালিটি প্রদক্ষিন করার সময় স্থানীয় ব্যক্তিবর্গ,আশে পাশের বাসার উৎসুক জনতা এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীগন আগ্রহ নিয়ে চলন্ত র্যালি উপভোগ করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন। র্যালী সমাপ্তির পর কিশোর গ্যাং প্রতিরোধে প্লে-কার্ড ও ফ্যাষ্টুন সজ্জিত মিনি ট্রাকটির মাধ্যমে ডেমরা থানার বিভিন্ন অঞ্চল কোনাপাড়া,বাঁশেরপুল,স্টাফ কোয়াটার, আমুলিয়া,সারুলিয়া,রানীমহল সিনেমা হল,বক্সনগর, বউ বাজার,বড়ভাঙ্গা,ডগাইর,বোর্ডমিল,ফার্মের মোড়, কোনাপাড়া এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধ মূলক গান পরিবেশিত হয়। কিশোর গ্যাং প্রতিরোধে ডেমরা থানার এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।
ডিআই/এসকে