ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

নান্দাইলে জোরপূর্বক ক্ষেতের পাকা ধান কেটে নিলো প্রতিপক্ষ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের বনাটী গাংঙ্গাইল পাড়া গ্রামের ২০টি পরিবারের ক্ষেতের পাকা ধান কেটে নিলো প্রতিপক্ষের লোকজন। প্রকাশ্যে ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ায় আতংকে দিন কাটাচ্ছে পরিবারগুলো। গত কিছুদিন পূর্বে রানা নামে এক যুবক খুন হওয়ায় বর্তমানে পুরুষ শূন্য রয়েছে ওই এলাকাটি। খুনের ঘটনার পরপরই এলাকার বিভিন্ন বাড়ি-ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ দিকে বাড়ি-ঘরে পুরুষ শূন্য হওয়ায় মহিলারা তাদের শিশু সন্তানদের নিয়ে হামলা-
নির্যাতন আতংকে দিন-যাপন করছে। জানাগেছে, গত এক সপ্তাহ যাবত বনাটী গাংঙ্গাইল পাড়া গ্রামের সোলাইমান ভুইয়া, সনজু ভুইয়া, শাহিন মিয়া, মোসলেম উদ্দিন ভূইয়া, বকুল মিয়া ও বুলু মিয়া সহ প্রায় ২০টি পরিবারের ১০ একর জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে একই গ্রামের প্রতিপক্ষ মাসুদ মিয়া, রবিন মিয়া, রাজন মিয়া, রবিন, আজহারুল, নুর ইসলাম, তোহিদনুর, জামাল, নাজমুল, সোনা মিয়া, আ: হেকিম গংরা। এমনটি অভিযোগ করেছেন সোলাইমান ভুইয়া পরিবারের লোকজন। এছাড়া সরজমিন পরিদর্শনে জানাগেছে, প্রতিপক্ষ আঃ হেকিম গংরা সোলাইমান ভুইয়া গংদের ক্ষেতের পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ ঘটনাস্থলে পুলিশ ফোর্সের উপস্থিতিতে সোলাইমান ভূইয়ার সাড়ে ৪ একর জমির পাকা ধানে কেটে বাড়িতে তুলে দেন। কিন্তুু পুলিশ আসার পরপরই আবারো আ: হেকিম ও রাজন গংরা তার লোকবল নিয়ে সোলাইমান ভূইয়ার অন্যান্য জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। এতে কেউ বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সোলাইমান ভূইয়ার পরিবারের সদস্য জহুরা খাতুন ও মিনা আক্তার জানান, গত ১০ই এপ্রিল ও ১১ই এপ্রিল সোলাইমান মিয়া গংরা তাদের নিজস্ব জমির পাকা ধান কেটে তপন ভূইয়ার পুকুর পাড়ে পাশে স্তুপ দিলে সেই ধানও অস্ত্রের মুখে রাজন গংরা
জোরপূর্বক নিয়ে গেছে বলে অভিযোগ তুলে ধরেন।স্থানীয় চৌকিদার আ: রাজ্জাক সরজমিন বিষয়টির সত্যতা পেয়েছেন বলে জানান। বিষয়টি থানা পুলিশকে জানালেও তাদের নিরাপত্তা জোরদার করা কঠিন হুমকির মুখে রয়েছে বলে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন পরিবারগুলো। নান্দাইল মডেল থানার
অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, পুলিশ ফোর্স পাঠিয়ে সোলাইমান ভূইয়ার সাড়ে ৪ একর জমির পাকা ধান কেটে দেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকায় খুনের ঘটনার পরপরই সেখানে ১০দিন যাবত পুলিশ নিরাপত্তা দিয়েছে। ওই ঘটনাকে
কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা বা হামলা-লুটপাট করে থাকে তবে অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, রাজগাতী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন টুটন, সাংগঠনিক সম্পাদক জোসেফ ও ওয়ার্ড আ’লীগের সা: সম্পাদক বাদল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করার বিষয়টি স্বীকার করে বলেন, ওই এলাকায় নতুন করে যাতে কোন ধরনের সহিংসতা না ঘটে সেজন্য আমরা ইউনিয়নবাসীও সচেতন আছি।

শেয়ার করুনঃ