ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

দশমিনার চরবোরহান ইউপির চেয়ারম্যান নজির আহম্মেদে’র বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর দশমিনার চর বোরহান ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে।উক্ত বিষয় নিয়ে জনৈক কবির হোসেন নামে এক জেলে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

সুত্রে জানা যায়, অক্টোবর ২০২৩ মাসের ২য় সপ্তাহের দিকে চর বোরহান ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এ ইউনিয়নে প্রায় ১০০০ হাজার ৩০০ শত জেলের বিপরীতে মাথা পিছু ২৫ কেজি করে প্রায় ৩২ হাজার ৫০০ শত কেজি চাল বরাদ্দ করা হয়।

এছাড়াও উক্ত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে প্রকৃত জেলেদের বাদ দিয়ে চেয়ারম্যান তাঁর ভাতিজা বশির সরদার,জসিম সরদার ও জহিরুল সরদার সহ নিজের আত্মীয় স্বজনদের নামের তালিকা করে চাল আত্মসাত করেন।চাল বিতরণে জেলেদের তালিকায় চেয়ারম্যানের যে স্বজনদের নাম উঠেছে তাঁরা কেউ জেলে নন।জেলেদের মাস্টার রোলে ভূয়া টিপ সই নেয়া হয়েছে।

অভিযোগকারী কবির হোসেন তাঁর দেয়া অভিযোগ পত্রে উপরোক্ত কথা এবং এসব অনিয়মের প্রতিবাদ করলে ভয়ভীতি ও নির্যাতন করেন চেয়ারম্যান তা উল্লেখ করেছেন। এ বিষয় জানতে বহু খোঁজা -খুজি করে ও মুঠোফোন নম্বর সংগ্রহ করতে না পারায় উক্ত অভিযোগকারী কবির হোসেন’র বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে চর বোরহান ইউপির চেয়ারম্যান মোঃ নজির আহম্মেদ সরদার প্রথমে ব্যাস্ত আছি বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন, ২য়বার তাকে ফোন দিলে তিনি মিটিং আছেন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

৩য় বার তাকে ফোন দেয়া হলে তিনি বলেন, একটা ঝামেলায় আছি, অভিযোগের তদন্ত করাতে বলেন।এই কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বহু বার তাকে ফোন দেয়া হলেও তিনি এ প্রতিবেধক’র ফোন কল রিসিভ করনেনি।এজন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসা.নাফিসা নাজ নিরা গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, উক্ত ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

শেয়ার করুনঃ