
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা’র নামাজ শেষে পাছবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাযা’র নামাজপূর্ব বীর মুক্তিযোদ্ধার স্মরণে ও
মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ,মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, গাংগাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন, শিক্ষক নেতা আমিনুল ইসলাম আঞ্জু, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিউল আলম রাসেল,রফিকুল ইসলাম নাসির,রবিউল নেওয়াজ ফরিদ,মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার হোসেন বাবুল, প্রবীণ শিক্ষক নেকবর আলী মাস্টার, শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মুক্তিযোদ্ধার সন্তান আবুল হাসেম, মাওলানা আমরুল্লাহ প্রমুখ।