
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী বিজ্ঞ আদালতকে ৪৪ মামলায় বিচার কার্যে সক্রিয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদানে সাফল্য অর্জন করেছেন।।
জানা যায়, গাইবান্ধার বিজ্ঞ আমলী আদালত (সুন্দরগঞ্জ) কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে ৪৪টি সিআর মামলায় এককভাবে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী। তিনি নিজ বিভাগীয় কাজের অতিরিক্ত কাজ হিসেবে এসব মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করে বিজ্ঞ আদালতের বিচার কাজকে ত্বরান্বিত করায় বিচার কার্যে সক্রিয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেন। মর্মে আদালাতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান প্রত্যয়ন পত্র প্রদান করেন। এ পরিসংখ্যান ১ জানুয়ারী ২০২২ থেকে ১৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত। এর আগে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক উপেন্দ্র চন্দ্র দাস ৪০টি সিআর মামলা বিষয়ে একই ধরণের প্রত্যয়ন পত্র প্রদান করেছেন।
এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক নিজ বিভাগীয় দায়িত্ব পালন ছাড়াও এ সংক্রান্ত অতিরিক্ত কাজ করেছি।বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে রাষ্ট্র ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি, দায়িত্ব পেলে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবো।