
প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান আলীকদমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জামাল উদ্দিন (এমএ)।
( ৮ মে ২০২৪ইং) বুধবার প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আলীকদম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আহাসান উদ্দিন বেসরকারি ভাবে নির্বাচনী এই ফলাফল ঘোষণা করেন। উক্ত ফলাফলে উপজেলায়, চেয়ারম্যান পদে জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার নির্বাচিত হয়েছেন।
আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে ২১টি ভোট কেন্দ্রের মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৩৫ ভোটের মধ্যে বাতিলকৃত ভোট ২১৯ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১৭ হাজার ২১৬ ভোট। এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থী আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৭০০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক পরিষদে সভাপতি আবুল কালাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫১৬ ভোট। জামাল উদ্দিন ২১৮৪ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯১৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কফিলউদ্দিন পেয়েছেন ৭৫৪৭ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রিটন ১৫৯৯ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে ৮৮৬৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইয়াছমিন আক্তার পেয়েছেন ৭৮২৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার (প্রজাততি) ১০৪৩ ভোটের ব্যবধানে মহিলা ভাইস চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬৫২১জন। মহিলা ভোটার ১৬ হাজার ২৮৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২১টি। ভোট কক্ষের সংখ্যা ৯৪টি।