
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মাদক কারবারি । মো. সোহাগ ওরফে গুটি সোহাগ (৩০) সহ তার ১ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হলো,মো.সোহাগ (৩০) ও তার সহযোগী মো.রনি (২৪)। অভিযানে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট,৭০ গ্রাম গাঁজা ও ১৮০ পুড়িয়া (২০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়।
বুধবার (০৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল।
তিনি জানান,মঙ্গলবার (৭ মে) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা,গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে