
রেলের টিকিট কালোবাজারীকালে হাতেনাতে এক কালোবাজারীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। এ সময় বিভিন্ন গন্তব্যের ৩৩ টি আসনের মোট ১৯টি টিকিটসহ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৬ মে ) বিকালে তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন,ভৈরব রেলওয়ে পুলিশ কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে কুলিয়ারচর রেল স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টিকিট কালোবাজারী মো.আরমান (৩৫)’কে ভিন্ন ভিন্ন ট্রেনের বিভিন্ন গন্তব্যের ৩৩ টি আসনের ১৯ টি টিকিট এবং অনলাইনে টিকিট ক্রয়কৃত মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন,জানা যায় গ্রেফতারকৃত আসামী অবৈধ পন্থায় তার নিজ, স্ত্রীর ও আত্মীয়-স্বজনের আইডি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে টিকেটগুলো সংগ্রহ করে। সেই টিকিট বেশি দামে প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীদের কাছে কালোবাজারে বিক্রয় করে।
আসামি আরমান কুলিয়ারচর রেলস্টেশনের খালাসী পদে কর্মরত বলেও জানান তিনি।
তিনি বলেন,ভৈরব রেলওয়ে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
রেলওয়ে পুলিশের টিকেট কালোবাজারি বিরোধী সাঁড়াশি অভিযান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ডিআই/এসকে