
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ সিকদার ও তার সহযোগী রাকিব ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার ( ৪ মে) রাত ৮টায় উপজেলার আমড়াগাছি ইউনিয়ন এর ময়দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা ময়দা গ্রামের আঃ মালেক সিকদার ও মোঃ রিপন ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) আক্তারুল হক অফিসার ফোর্সসহ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।এদিকে- পারভেজ ও রাকিব গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকার বাসী বলেন পারভেজ হল ৩ নং আমড়াগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত নানা বয়সী স্কুল-কলেজের ছাত্রদের মাদক সেবন করায় এবং এ বিষয়ে আমরা কিছু বলতে গেলে আমাদের হুমকি প্রদান করেন আমরা আইনের কাছে বিচার চাই যাতে ভবিষ্যতে এরকম পারভেজ আমাদের গ্রামে যেন আর তৈরি না হয়।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগে কোনো মাদক সেবনকারীর বা ব্যবসায়ী জায়গা হবে না। পারভেজ এর মাদকসহ আটকের ঘটনার সত্যতা যাচাইয়ে করে । অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ভাবে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।