
আসন্ন (৮মে) ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠেঘাটে,বাজার বন্দরে,গ্রাম থেকে শহরের বিভিন্ন জায়গায় প্রচারণা করে নিজের অবস্থা পাকাপোক্ত করে চলছেন ফরিদপুর কানাইপুর ইউনিয়নের দুই দুই বারে নির্বাচিত চেয়ারম্যান,ফরিদপুরের কৃতী সন্তান,একজন আদর্শবান নেতা ফকির মোঃ বেলায়েত হোসেন।
তিনি ফরিদপুর সর্বস্তরের জনগণকের কাছে দোয়া, ভোট দেয়ার আহবান জানান। তিনি জানান, আমার রাজনীতির জীবনে নিজের সবটুকু নিয়ে জনগনের সেবায় নিয়োচিত ছিলাম, এবং যতদিন বাঁচব জনগনের সেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখিব।