
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ ৩য় পর্যায়ে পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার সকল চেয়ারম্যান পদ প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই সম্পন্ন হয়েছে।
৫মে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টার সময় উক্ত তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, যাদব সরকার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)পটুয়াখালী ও রির্টানিংঅফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪, পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও পটুয়াখালী জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান খান প্রমুখ। উক্ত মনোনয়ন পত্র যাছাই বাছাই কালে পটুুুয়াখালী সদর,দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার ৪৪ জন চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোয়নন বৈধ ঘোষণা করেন এ রির্টানিং অফিসার। এসময় ঋণ খেলাপীর জন্য মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ আবদুস ছালাম খান’র মনোনয়ন পত্র উক্ত রির্টানিং অফিসার কর্তৃক বাতিল ঘোষনা করা হয়েছে।