
‘শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’’-এই
প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। ১মে বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু, এমপি, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। র্যালী শেষে ডিসি উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।