
কুড়িগ্রামে মহান মে দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। আজ বুধবার (১ মে) সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগান’কে নিয়ে “মহান মে দিবস-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল, কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লাল প্রমুখ। সভায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধর হয়। এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মালিক শ্রমিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি কুড়িগ্রাম কলেজ মোড় স্বাধীনতার বিজয়স্তম্ভ হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শাপলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার শেষ হয়। এছাড়াও অন্য দিকে বিভিন্ন উপজেলায় দিবসটির তাৎপর্য তুলে ধরে মহান মে দিবস পালিত হয়েছে।