
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ৬জন মূলহোতাসহ মোট ২৩ জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর অধিনায়ক লে.কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।
গ্রেফতারকৃতরা হলো,আইয়ুব আলী (৫৮),ঝুমুর বেগম (৩৫),সবুজ আলী (৪০),চয়ন (২৮), বিপুল (৪০), আ. রহিম (২৭),মো.হেলাল উদ্দিন (২৮), সোহাগ (২৭),জালাল (৪৭),আজাদ হাওলাদার (২৮), মুন্নী আক্তার (৩০),রিমা আক্তার (৩৭), মীম আক্তার (২২), ১৪। সুমী আক্তার (২৭),মেহেদী (৩০),রেজাউল ইসলাম (৩৮),আমির হোসেন (৩০), মঞ্জুর হোসেন (৩০),তন্নী (২৭),ফাতেমা আক্তার (৪০),শাহনাজ (৩৫),ফারজানা আক্তার (৩২),মনি আক্তার (৩০)।
যুবায়ের আলম শোভন জানান,বরিশাল র্যাব—৮ এর একটি বিশেষ আভিযানিক দল আজ সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৬ জন মূলহোতাসহ ১৭ জন সহযোগী মিলিয়ে মোট ২৩ জন দালালকে আটক করা হয়।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ দালাল চক্র প্রভাব বিস্তার করে চলেছে। চিকিৎসা নিতে আসা সাধারণ জনগণ বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছে। সাধারণ জনগণকে ভাল চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া,আগে ডাক্তার দেখানোর জন্য অবৈধভাবে টাকা নেওয়া,হাসপাতালে বেড পাওয়ার জন্য টাকা নেওয়া,বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি হাসাপাতালে প্রেরণ ও তাদের বিভ্রন্তিকর তথ্যের ভিত্তিতে ভুল চিকিৎসায় অনেক নিরীহ মানুষের প্রাণহানিসহ বিভিন্ন দুর্ঘটনার শিকার হওয়াসহ বিভিন্ন জন হয়রানিমূলক কর্মকান্ডের খবর পাওয়া যায়।
উল্লেখিত সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র্যাব—৮, বরিশাল ছায়াতদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত আটককৃত ব্যাক্তিদেরকে বরিশাল কোতয়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।