
পটুয়াখালীর গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী এবং প্রধান
শিক্ষকদের অবহিতকরণ ও জনসম্পৃক্ততা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সহযোগিতায় টিআইসি, পিএসআর ডিজিএইচ ও ইউনিসেফ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষনের প্রধান আলোচক ছিলেন ইউনিসেফের সোসাল অ্যান্ড বিহাভিয়ারাল চেঞ্জ অফিসার সঞ্জীব কুমার দাস। ফেসিলেটর ছিলেন ইউনিসেফের প্রোগ্রাম ফেসিলেটর রিপন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তঅ মো. রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন। এতে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।বাতাসে ভাসমান সীসার উপস্থিতির কারণে শ্বাস প্রশ্বআসে মাধ্যমে শরীরে সীসা প্রবেশ করে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য প্রাথমিকভাবে সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এছাড়া জাংকফুডসহ
যেসব খাদ্যে সীসার উপস্থিতি আছে, তা পরিহারের আহবান জানানো হয়।