
ডেমরায় পিকআপ ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালকদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,মো.জামাল (২৫),মো. মিলন (২৭) ও রাকিব (২৮)।
মঙ্গলবার (৩০ এপ্রিল ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি জানান,ডেমরা থানাধীন স্টাফ কোয়াটার রাসেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুস্কৃতিকারীরা পিকআপ ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালকদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করছিল। সেসময় ডেমরা থানা পুলিশ ৩জন আসামীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃদের নিকট থেকে ৯টি চাঁদা আদায়ের রশিদ,৩টি লাঠি ও নগদ পাঁচশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
ডিআই/এসকে