
নেত্রকোণার সরকারি হালট দখল করে মুরগীর খামার নির্মানের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া মাঝের বাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, নেত্রকোণা পৌর শহরে বসবাসকারী আব্দুস ছালামের সন্তান ইঞ্জিনিয়ার রিয়াদ সাজিউড়া মাঝের বাড়ি এলাকায় নিজ জমির পাশে সরকারি গোপাট দখল করে মুরগীর ফার্ম নির্মান করেছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, গ্রামটির সাজিউড়া হাওরের মাঝখান দিয়ে যাওয়া গোপাটটির পাশেই রিয়াদ গড়ে তুলেছেন দুই কক্ষ বিশিষ্ট মুরগীর ফার্ম ও একটি পুকুর। পুকুরটি তার পৈত্রিক সম্পত্তিতে করলেও মুরগীর ফার্মের বৃহৎ একটি অংশ পরেছে সরকারি গোপাটে।
এব্যাপারে ইঞ্জিনিয়ার রিয়াদের কাছে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, মুরগীর ফার্মের কিছুটা অংশ সরকারি জায়গায় গিয়েছে। প্রয়োজনে ঘর ভেঙে জায়গা ছেড়ে দিব।
বিষয়টি নেত্রকোণা সদর সহকারি কমিশনার (ভূমি) আকলিমা আক্তার বলেন, এসংক্রান্ত কোনও অভিযোগ পাইনি। তবে বিষয়টা খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।