
জামালপুরের মেলান্দহে উপজেলার দুরমুঠ মাজারের মেলা হতে ১১ কেজি গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।রবিবার বিকালে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের মোঃ রেজাউল করিম (৫৭), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাচমারা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদ উজ্জ্বল মিয়া (৪০) মামলা সুত্রে জানা যায়,মেলান্দহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুট মায়ের মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা কর৷ পালানোর সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করে।তাদের দেহ তল্লাশি করে প্লাষ্টিকের বাজারের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেউজাল করিমের কাছে ৩ কেজি,উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারা মামলা রুজু হয়েছে।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান করে গাঁজা সহ ৩ জন মাদক কারবারি আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।