
ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন।ঝিনাইগাতীর কৃতি সন্তান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মো:ফারুক আহমেদ। অবহেলিত ঝিনাইগাতী উপজেলাকে ঢেলে সাজাতে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতীক পাওয়ার পর থেকেই তিনি ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, তার পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন,নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, নির্বাচনের বিষয়ে তিনি জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু হলে তিনি জয় লাভ করবেন, নির্বাচনে কেউ যাতে প্রভাবিত করতে না পারে সেজন্য তিনি নির্বাচন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন,ফারুক আহমেদ, বলেন, গোটা বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে যাচ্ছে, ঝিনাইগাতী উপজেলা পিছিয়ে রয়েছে, এখানে মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের প্রধান অন্তরায়, মানুষ হাতীরদ্বন্দ্ব,ভূমিদস্যুদের ভূমি দখল, চাঁদাবাজি ও সরকারের দেয়া উন্নয়ন প্রকল্পের অসম বন্টন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ঝিনাইগাতী সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা পরিষদ গড়ে তুলবো, ও মানুষের সুখে দুঃখে সকলের পাশে থাকবো। তাই জনগণের কল্যাণে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন, আমি নির্বাচিত হলে ঝিনাইগাতী উপজেলা পরিষদকে জনগণের জন্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।