ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পাঁচবিবিতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাঁচবিবিতে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৭’শ ৮৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন: প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা

৬ষ্ঠ উপজেলা পরিষদ র্নিবাচনে ৮ মে ১ম ধাপে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের র্নিবাচনে চেয়রম্যান ভাইস চেয়ারম্যান র্প্রথীরা প্রতীক পেয়ে এখন ভোটের মাঠে। প্রচার প্রচারনায় ব্যস্ত সময়পার করছেন তারা। চেয়ারম্যান ও ভাইস,চেয়ারম্যান র্প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৪ জন চেয়ারম্যান ৮ জন ভাইস,চেয়ারম্যান ও ৮ জন নারী চেয়ারম্যান র্প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। (২৩ এপ্রিল) মঙ্গলবার দিনাজপুর সিনিয়র জেলা র্নিবাচন অফিসারের র্কাযালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই র্প্রাথীরা প্রচারে মাঠে নামে।
উপজেলা র্নিবাচন অফিস সূত্র জানিয়েছে,উপজেলায় ১টি.পৌরসভা ও ৪টি ইউনিয়ন ৪৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৮২ জন ভোটার ভোট প্রদানকরবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৩ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ৫৩ হাজার ৮ শত ৬৭ জন।
এবার উপজেলা পরিষদ র্নিবাচনে দলীয় প্রতীক না থাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চার জন র্প্রাথী স্বতন্ত্র র্প্রাথী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, কাজী শুভ রহমান চৌধুরী (আনারস), মোঃ তৌহিদুল ইসলাম সরকার (টেলিফোন), মোঃ রবিউল ইসলাম ( কাপ-পিরিচ) ও মোঃ সারওয়ার হোসেন (মোটরসাইকেল)। এছাড়া ৮ জন পুরুষ ও ৮ জন নারী ভাইস
চেয়ারম্যান র্প্রাথীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।কৌশলী বিএনপির একাংশ ভোটের মাঠে। একাধিক র্প্রাথী আ.লীগের। একই
পদে তিন র্প্রাথীকে নিয়ে টালমাটাল আওয়ামলীগ। প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ র্নিবাচন। র্নিবাচনে চেয়ারম্যান পদে বিএনপির দুজনসহ মনোনয়ন উত্তোলন করেছিলেন ৫ জন র্প্রাথী।তবে দলীয় সিদ্ধান্ত মেনে শেষ র্পযন্ত নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ
মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী। এদিকে ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসেও চেয়ারম্যান পদে নিজের মনোনয়ন প্রত্যাহার করেননি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সারোয়ার হোসেন। দলটি থেকে তারা দুজন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলেন। শুরুথেকেই দলটির স্থানীয় সূত্র থেকে শোনা যাচ্ছিল কৌশলগত কারণেই চেয়ারম্যান পদে দুজন নেতা মনোনয়ন উত্তোলন করেছেন। যদি দলীয় সিদ্ধান্ত কিংবা অন্য কোন কারণে উপজেলা বিএনপির সভাপতি শামীম চৌধুরী র্নিবাচনে অংশগ্রহণ না করেন, তবে মাঠে আওয়ামী লীগকে অস্বস্তিতে
ফেলতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক নেতা সারোয়ার হোসেন। শেষ
র্পযন্ত সেটিই বাস্তবে রূপ নিলো।তবে দলীয় সিদ্ধান্তের বাইরে এসে কেউ র্নিবাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।
অপরদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে র্বতমান উপজেলা
চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাখে খন্দকার শাহানশা এবারের র্নিবাচনে অংশগ্রহণ করবেন না এ জন্য তিনি মনোনয়ন উত্তোলন করেননি। এতে আওয়ামী লীগের বড় একটি অংশের সর্মথন পাবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শুভ রহমান চৌধুরী।
জাতীয় র্নিবাচনের র্পূবে র্নিবাচনি প্রচারণায় উপজেলা র্নিবাচনে
চেয়ারম্যান র্প্রাথী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। তবুও বেশ অস্বস্তিতে আওয়ামী লীগ!চেয়ারম্যান পদে শুভ রহমান চৌধুরী ছাড়াও মনোনয়ন উত্তোলন কেিরছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী রবিউল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম।এতে একই পদে তিন র্প্রাথীকে নিয়ে টালমাটাল দলটি।ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক সদের আলী খন্দকার বলেন, এবারে প্রতীক ছাড়াই র্নিবাচন হচ্ছে। সুতরাং যে কেউ র্প্রাথী হতে পারে। একাধিক র্প্রাথী নিয়ে আমাদের কোন
মাথা ব্যথা নেই।এদিকে মুঠোফোনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, প্রহসনের কোন র্নিবাচনে বিএনপি অংশ গ্রহণ করেননি। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা উপজেলা পরিষদ র্নিবাচন র্বজন করেছি। দলের র্নিদেশনার বাইরে র্নিবাচনে অংশ গ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।” একই অবস্থা ভাইস চেয়ারম্যান পদে। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সাবেক আমির আলমগীর। এতে একই পদে মনোনয়ন উত্তোলন করা আরো ৮ র্প্রাথীর কাছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন এই জামায়াত নেতা। তবে শেষ
র্পযন্ত দলীয় সিদ্ধান্তের কারণে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আলমগীর হোসেন। তাতে বেশ স্বস্তি ফিরেছে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য র্প্রাথীদের মাঝে। মনোনয়ন যাচাই-বাছাইয়ে শিবুকিস্কুনামে স্কুল শিক্ষকের মনোনয়ন বাতিল করেছে র্নিবাচন কমিশন। এতে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইফতেখার আহম্মেদ বাবু, শহিদুল ইসলাম আকাশ, মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম সেলিম রেজা, মুক্তার হোসেন ও আতিকুর রহমান টুকু।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেষ র্পযন্ত মাঠে রয়েছেন ৯ জন র্প্রাথী। ঘোড়াঘাট উপজেলা র্নিবাচন র্কমর্কতা ও সহকারী রির্টানিং অফিসার শাহানুর রহমান বলেন, সুষ্ঠুও সুন্দর পরিবেশে র্নিবাচন সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ