
পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ সরওয়ার হোসন( আনারস)।তাঁর এ সংবাদ সম্মেলন ২৪ এপ্রিল বুধবার রাতে উক্ত ক্লাবে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি ও তাঁর পুত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম সোহাগ লিখিত বক্তব্য পাঠ করে প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দদের জানান, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ (ঘোড়া)’র সন্ত্রাসী বাহিনী মোঃ সরওয়ার হোসেন’র বেশ কিছু কর্মীকে মারধর, বাড়িতে আগুন দেওয়া, ভোররাতে বাড়ি ঘরে হামলা/কোপানো, প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে,যাহা তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে আত্নক সৃষ্টি করেছে।যাহা ইতিমধ্যে বিভিন্ন তারিখে থানায় ও রিটার্নিং অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে ইত্যাদি।
এসময় তাঁর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ভূরিয়া ইউনিয়ন শাখার সভাপতি আউয়াল আকন ও সাবেক চেয়ারম্যান এ্যাড, হুমায়ুন কবির প্রমুখ উপস্হিত ছিলেন।
এবিষয় মুঠোফোনে জানতে চাইলে আসন্ন ভূরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রুবেল আহমেদ (ঘোড়া) বলেন, ওরা একের পরে এক অভিযোগ, বেআইনী কথা আমি রুবেল মোল্লা জীবনে বলিনাই আর বলবওনা নাম্বার ওয়ান,নাম্বার টু আমি নাকি বলি আমাকে ভোট দিলে আমি চাকরি দেব ওরা যদি প্রমাণ দেখাতে পারে আমি এই মুখ দেখাব না এই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।