ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

দলীয় আনুগত্য মেনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন’ আনোয়ার হোসেন মাস্টার’

দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তে দলীয় আনুগত্য মেনে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার। এর আগে তিনি জনতার কথায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। আজ সোমবার (২২এপ্রিল) দুপুরে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষনা দেন। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ এ সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমি মনোনয়নপত্র জমা প্রদান করি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটি এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরও বলেন আমি ১৯৮৭ সনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজের ছাত্র সংসদে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে নির্বাচিত হয়েছিলাম। ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, ১৯৯১ থেকে ২০০৩ পর্যন্ত সরাইল উপজেলা যুবদলের সভাপতি এবং ২০০২ থেকে ২০২০ পর্যন্ত সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আমার এ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আসছি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ৮ মে তারিখে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহন করেছি এবং আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করছি। পাশাপাশি আমি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, আপনারা সবাই এই সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সকল নির্বাচনকে বর্জন করুন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমি কোনো পদে থাকি বা না থাকি সারাজীবন বিএনপির আদর্শকে হৃদয়ে লালন করেছি এবং আমৃত্যু লালন করে যাব।

পরে সরাইল উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সরাইল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুবুল হকের নিকট লিখিত আবেদন জমাদানের মাধ্যমে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। উল্লেখ্য ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ৮ মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল পর্যন্ত চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শেয়ার করুনঃ