
“আমরা পথ থেকে পথে চলি শুধু, ধূসর বছর থেকে ধূসর বছর” — এ প্রতিপাদ্য’কে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হচ্ছে– ১০ দিন ব্যাপী ২১তম বৈশাখী মেলা /২০২৪। সুপান্তের, আয়োজনে ‘উলিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায়, এ বৈশাখী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন শেষে, উপস্থিত অতিথিবৃন্দ যথাক্রমে – উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ.সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান সাজু তালুকদার, প্রভাষক নিমাই শিংহ, তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান প্রমূখ অনুষ্ঠিত বৈশাখী মেলার ২৫টি স্টল ঘুরে ঘুরে দেখেন। শেষে, উল্লিখিত অতিথিবৃন্দ পর্যাক্রমে আতশবাজিতে অংশগ্রহণ করেন।