
দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার দুই মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,উপজেলা জামায়াতের আমির এবং সাবেক আমির সহ বিএনপি-জামায়াতের ৩০ নেতার্কমীকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন না
মঞ্জুর করে কারাগারে পাঠানোর র্নিদেশ দেন। গ্রেপ্তার আসামীদের মধ্যে প্রথমধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ঘোড়াঘাট উপজেলা পরিষদ র্নিবাচনে একজন চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান র্প্রাথী ছিলেন। আসামীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী রবিউল ইসলাম এবং আবু আলা মোহাম্মদ মাহবুবুর রহমান ভুট্টু।গ্রেপ্তার আসামীরা হলেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদ র্নিবাচনে চেয়ারম্যান পদর্প্রাথী শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার
রহমান লাভলু, উপজেলা জামায়াতের সাবেক আমির এবং ভাইস চেয়ারম্যান র্প্রাথী আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান র্প্রাথী সেলিম রেজা। এদের মধ্যে শামীম হোসেন চৌধুরী ও আলমগীর হোসেন নিজেদের র্প্রাথীতা প্রত্যাহারের জন্য রির্টানিং র্কমর্কতা বরাবর আবেদন করেছেন।
গ্রেপ্তার অন্য আসামীরা হলেন, আতিয়ার রহমান, শাহারুল ইসলাম, শাহিন মিয়া, পলাশ, হাছিবুল ইসলাম, আল রাজিব, তোজাম্মেল হক, ইবাদুর রহমান ইদুয়ার ওরফে মামুন, মান্নান মন্ডল, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন, সেলিম, গোলাম
রব্বানী, আব্দুর রহিম, গোলাম রব্বানী, মনোয়ার হোসেন, মনিরুজ্জামান ওরফে মিঠু সিদ্দিক, খোরশেদ আলম, মনিরুল ইসলাম, মিঠু, চাঁন মিয়া, মোখাখারুল ইসলাম ওরফে ইসলাম মোল্লা, শহীদ পারভেজ, আনোয়ার হোসেন, আল মামুন আদালতসূত্রে জানা যায়, জাতীয় র্নিবাচনের র্পূবে ঘোড়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনের একাধিক ধারায় পৃথক দুটি নাশকতার মামলা হয়। যার মামলা নং-০৬, তারিখ ১২/১১/২৩ এবং মামলা নং-০৯, তারিখ-১৬/১০/২৩। দুটি মামলার র্অধশতাধিক আসামী র্দীঘদিন যাবত পলাতক ছিলেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসর্মপণ করেন। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর
র্নিদেশ প্রদান করেন।তথ্য নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, র্কোট পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি আমাদের থানার দুটি মামলার ২৯ জন আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। বিজ্ঞ
আদালত তাদেরকে কারাগারে পাঠানোর র্নিদেশ প্রদান করেছেন।