
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন শিল্প বিকাশ ও পর্যটন সম্ভাবনার বিষয় বিনিয়োগকারী এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পর্যটন পার্কের হলরুমে শুক্রবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী সদস্য বিটা অতিরিক্ত সচিব ডাঃ খন্দকার আজিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ রিজওয়ানের পুলিশ সুপার আনছার উদ্দিন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হওলাদার, হোটেল মোটেল অনার্স এসোসিয়েশনের সাধারণত সম্পাদক মোতালেব শরিফ এবং কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।সভায় পর্যটন ব্যবসায়ীরা বলেন কুয়াকাটায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে জরুরী মাস্টার প্ল্যান চূড়ান্তভাবে প্রকাশ করতে হবে।