
বরগুনার বেতাগীতে বিভিন্ন দামী ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করার অপরাধে উপজেলা যুবলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।জানা গেছে, উপজেলা বুড়ামজুমদার ইউনিয়নে ৩নং ওয়ার্ডের দক্ষিণ করুণা গ্রামের বাসিন্দা প্রয়াত তোতা মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগ নেতা মো. শামিম আহম্মেদের মামাতো ভাই আবদুল মন্নানের গোয়াঁল ঘরের মধ্যে এর সন্ধান পেয়ে সেখানে সরকারি কাবিটা ও কাবিখা কর্মসূচির ১৩০ বস্তা চাল সরকারি বস্তা পাল্টে বাজারের নামিদামি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করা হয় এমনই অভিযোগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার সোমবার রাত ৩টার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শামিম আহম্মেদেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এখনো ঐ চাল জব্দের আওতায় আনা হয়নি। এ সময় বেতাগী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রিগান হালদার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।বেতাগী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শামিম আহম্মেদ বলেন, ‘উপজেলা খাদ্যগুদামের প্রকল্প সংশ্লিস্টদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। আর বরাবর এভাবেইতো ক্রয় করে আসছি। যার বৈধ কাগজপত্র রয়েছে। এত দিনতো কেউ কিছু বলেনি।’বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার জানান,‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের চালের বস্তায় কাবিটার চাল বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করা হয়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন‘২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী ইতোমধ্যে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’