
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনের মাধ্যমে ২জন চেয়ারম্যান প্রার্থী, ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও তানোর উপজেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
ভাইস চেয়ারম্যান পদে ২ হলেন কলমা ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভির রেজা ও তানোর উপজেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক তানোর পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন, তানোর উপজেলা পরিষদ বর্তমান নারী ভাইস চেয়ারম্যান তানোর উপজেলা মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, তানোর উপজেলা যুবমহিলা লীগ সাধারন সম্পাদক সাগরি ভৌমিক এবং সরনজাই ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা নাসিমা খাতুন।
তানোর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান বলেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তিনি বলেন, এবছর মনোনয়ন পত্র অনলাইনে গ্রহন করার কারনে মনোনয়ন পত্র দাখিলের সময় উপজেলা চত্বরে ভীড় ছিলো না। তিনি বলেন, ১৭ এপ্রিল চাছাই বাছাই, ২১ এপ্রিল প্রত্যার, ২২ এপ্রিল প্রতিক বরাদ্ধ এবং ৮ ই মে তানোর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।