
পহেলা বৈশাখ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় টিয়াখালী ইউনিয়নের বিশকানি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে দৌড় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার। এ ঘোরদৌড় দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার মানুষ ছুটে আসেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। দৌড়ে কুয়াকাটার সজিবের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। পরে প্রতিমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ঘোড়ার মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পহেলা বৈশাখের আনন্দকে বাড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।