
আমরা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সকল দলের অরাজনৈতিক ঈমাম খতিব।
১৩ই এপ্রিল (রোজ শনিবার) সকাল ১১টার সময় উপজেলার সাগরিয়া বাজার জহুরিয়া হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ শানে সাহাবা খতিব কাউন্সিল হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।
হাতিয়া উপজেলার ৫জন আলেমকে জাতীয় নির্বাহী কমিটিতে নির্বাচিত করায় হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হাফেজ মোঃ আজিজ এর উপস্থাপনায় মুফতি কাউছার ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মুফতি ফজলুর রহমান সারোয়ার কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মোস্তফা আল কাসেমী, মাওলানা আবু সাঈদ, মাওলানা নূরুল ইসলাম শাহীন খান প্রমূখ।
বিশেষ অতিথি মাওলানা মুফতি মোস্তফা আল কাসেমী বলেন,ইমাম খতিবরা যাতে অন্যায়ভাবে কারো দ্বারা নির্যাতনের স্বীকার না হয় । সেদিকে এলাকার সকল মানুষকে খেয়াল রাখা উচিত এটা সকলের দ্বীনি দায়িত্ব।
যদি কেউ অন্যায় ভাবে নির্যাতন করে তাহলে আইনি প্রক্রিয়ায় সংগঠনের মাধ্যমে আমরা তা প্রতিহত করবো। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র বিরোধী বা আইন বিরোধী কোন প্রকার কাজ করলে ঐ সদস্য সংগঠন থেকে বহিস্কার যোগ্য।
পরে সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী,দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।