
প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল)রাজধানীর লালবাগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। এসময় ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশী যৌনবর্ধক ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১০ এপ্রিল) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,মো.রায়হানুর রহমান (৩১) এবং মোঃ তাহানান জাওয়াদ (২৪)।
এম. জে. সোহেল জানান,গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা হতে বিকাল ৩ টা ৪৫ পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট,ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ঔষধ কালোবাজারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তীতে এসব ঔষধ দেশের বিভিন্ন এলাকায় ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷ বলেও জানান তিনি।
ডিআই/এসকে