ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

কলাপাড়ায় ৫’ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। ১৯২৮ সালে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে উপজেলার শ্রেষ্ঠ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিনত হয়েছে। “এসো মিলি প্রানের বন্ধনে, আবার হবে দেখা প্রিয় প্রাঙ্গণে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের ১৯৭৮-২০২৪ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে “হাইস্কুলিয়ান ইফতার ২০২৪” সম্পন্ন করেছে। সোমবার (০৮ এপ্রিল) ২৮ রমজান বিদ্যালয় প্রাঙ্গণে ইফতারের মাধ্যমে এই বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, এদিন সবার চোখে-মুখে পুরোনো দিনের মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠীদের সাথে মিশতে পারার আনন্দময় আবেগ লক্ষ্য করা গেছে। কেউ কুশল বিনিময় করেছে, কেউ কেউ কোলাকুলি করছে, কেউবা আবার একত্রিত হয়ে ফটোশেসন করেছে। ১৯৯৪ ব্যাচের তায়েফ সুমন’র সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী অনূভুতি ব্যাক্ত করেন ৭৯ ব্যাচের প্রতিনিধি কলাপাড়া শহর ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, সাবেক কৃষিবিদ আহসান হাবিব, ৮৫ ব্যাচের প্রতিনিধি কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, ৮৬ ব্যাচের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ’র অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বাবুল কর্মকার, ৯০ ব্যাচের কলাপাড়া মহিলা কলেজের অধ্যাপক আসলাম সিকদার, ৯৫ ব্যাচের শামিম খান, অদম্য ৯৭ ব্যাচের কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৯৮ ব্যাচের গাজী রাইসুল ইসলাম রাজিব, ২০০০ ব্যাচের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, ২০০৩ ব্যাচের অপি, ২০০৪ ব্যাচের নবীন, ২০০৫ ব্যাচের কুয়াকাটা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের প্রভাষক বিধান সাহা, শাওন, ২০০৯ ব্যাচের রফিকুল ইসলাম রনিসহ অন্যান্যরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন ৯০ মানবিক ব্যাচের প্রতিনিধি মো.সিদ্দিকুর রহমান। ৮৫ ব্যাচের প্রতিনিধি অনুষ্ঠানের সমন্বায়ক কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮-২০২৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত করে এই আয়োজন সম্পন্ন হওয়ায় সকল ব্যাচের সদস্যদের ধন্যবাদ জানাই। সেই সাথে প্রতিবছর যেন এভাবেই একত্রিত হয়ে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুনঃ