
রাজশাহীর বাগমারায় ফালাহুল মুসলিমীন ফাউন্ডেশন’র ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা দশ ঘটিকায় গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল মাদ্রাসা ময়দানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ডাক্তার সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা: লুৎফর রহমান, ভবানীগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, মাস্টার আক্তারুজ্জামান বুলবুল, হাটগাঙ্গোপাড়া বিএম কলেজের প্রভাষক বাবুল হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক আবু সাঈদ,ক্যাশিয়ার সুরাত আলী, সদস্য আফজাল হোসেন, আব্দুল হান্নান, কামাল হোসেন, ইয়ারচাঁন, আজিবর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এম আব্দুল আওয়াল, আব্দুল গফুর, ইমাজ উদ্দীন, সংগঠনের সহ-সভাপতি মমতাজ উদ্দীন,ইমরান আলী সহ অন্যরা।
দুই শত অসহায়, দুস্থ, সহায় সম্বলহীন নারী -পুরুষের হাতে শাড়ী, লুঙ্গি,চিকন চাউল, লাচ্চা চিনি, সাবান, শ্যাম্পু, শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
স্বেচ্ছাসেবি, অলাভজনক,অরাজনৈতিক ফালাহুল মুসলিমীন সংগঠন সূত্রে জানা গেছে, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।