
কক্সবাজারে হাইওয়ে পুলিশ ২ হাজার একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার ( ৭ এপ্রিল) বিকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিবার ( ৭ এপ্রিল ) সন্ধায় এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মো.খাইরুল আলম।
তিনি জানান,টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন মৌলভীবাজার দক্ষিণ পাড়া নামক স্থানে চেক পোস্ট করা কালীন হ্নীলা উখিয়া মূখী একটি যাত্রীবাহী সিএনজিকে থামার সংকেত দিলে সিএনজি-তে থাকা একজন যাত্রী পালানোর চেষ্টা করে। উক্ত যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় উপস্থিত স্বাক্ষিদের মোকাবেলায় দেহ তল্লাশি করে তাহার পরিধেয় লুঙ্গীর প্যাঁচে থাকা স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি কালো রংয়ের বান্ডিল পাওয়া যায়। উক্ত কালো বান্ডিল খুলে উহার ভিতর ১১টি নীল রংয়ের বায়ু রোধক পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত পলি ব্যাগ সমূহে থাকা মোট ২ হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। মাদকদ্রব্য পরিবহনের দায়ে উক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী একজন রোহিঙ্গা নাগরিক জিজ্ঞাসাবাদে আসামী তাহার নাম মো.বশির আহম্মেদ (৩৫),পিতা-মৃত হাবিবুর রহমান ওরফে নাজির হোসেন, মাতা- গুলবাহার, ব্লক-ডি-১৫,ক্যাম্প-১১,আইডি নং- ১৯৩২৪৭,বালুখালী রোহিঙ্গা ক্যাম্প,থানা- উখিয়া, জেলা-কক্সবাজার মর্মে জানায়।
জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (২১০০×৩০০) ৬৩০০০০/- (ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকা। টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে