
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন মহেশখালী থানার এএসআই মো. এজাহার মিয়া।
০৬ (এপ্রিল) শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে চলতি বছরের মার্চ মাসের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে নির্বাচিত করা হয়।
মো. এজাহার মিয়ার শ্রেষ্ঠত্বের জন্য তাঁকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল.ইসলাম,বিপিএম,পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম’সহ জেলার সকল থানার ওসি বৃন্দ।মো.এজাহার মিয়া জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,মহেশখালী থানার ওসি ও পরিদর্শক (তদন্ত)-সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরও বলেন,এ পুরস্কার অর্জনের পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।