
পঞ্চগড়ে দেশের চলমান উন্নয়নের ধারায় প্রাথমিক পর্যায়ে আধুনিকতার ছোয়া দিতে ৩২৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এক তলা ও দুই তলা বিশিষ্ট এসব ওয়াশব্লক নির্মাণ করা হচ্ছে। যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে কিছু কিছু বিদ্যালয়ের কোমলমতি শিশুরা।
জেলার কিছু বিদ্যালয়ের শিশুদের সাথে কথা বললে তারা বলেন, আগে আমাদের ওয়াশ রুম ছিলনা বললেই চলে। যে সব বাথরুম টয়লেট ছিল তা প্রায় ব্যবহারের অনুপযোগী। সব সময় জরাজীর্ণ অবস্থায় থাকে। এখন নতুন করে যে ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে তা খুবই উন্নত মানের। আধুনিক বাথরুম টয়লেট নির্মাণ করা হয়েছে। আমরা আগে এরকম বাথরুম টয়লেট কখনো যেখিনি। আমরা এরকম ওয়াশব্লক পেয়ে খুবই আনন্দিত। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা বলেন, আমাদের এখানে নতুন বাথরুম টয়লেট নির্মাণ কাজ চলছে। আমরা খুবই আনন্দিত। নির্মাণ কাজ শেষ হলে আমরা এটা ব্যবহার করবো।
শিক্ষকরা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম টয়লেট অনেক পুরোনো দিনের। শিক্ষক শিক্ষার্থী সবাই প্রায় একই বাথরুম ব্যবহার করি। যেটা খুবই দুঃখজনক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকার আধুনিক মানের ওয়াশব্লক বরাদ্দ দিয়েছে। এটাতে আমরা শিক্ষক, শিক্ষার্থী সবাই খুবই খুশী। জেলার প্রান্তিক এলাকায় আধুনিক মানের ওয়াশব্লক নির্মাণ করায় বর্তমান সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। এ বিষয়ে সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সদর মোঃ জহিরুল ইসলাম বলেন, ২০২৩/২৪ অর্থ বছরের বরাদ্দে সদর উপজেলায় ৫৫ টি প্রতিষ্ঠানে ওয়াশব্লক নির্মাণ কাজ চলমান রয়েছে।
আমরা এসব কাজের সার্বক্ষণিক তদারকি করছি। কাজের গুণগত মান ঠিক রেখে আমরা কাজ শেষ করব ইনশাল্লাহ। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় এর উপসহকারী প্রকৌশলী নুনী গোপাল সিংহ বলেন, সমগ্র পঞ্চগড় জেলায় ৩২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ার্ক ব্লক নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আশাবাদী জুন ২০২৫ এর মধ্যে সমস্ত ওয়াশব্লক নির্মাণ সম্পন্ন হবে।
শিক্ষার্থীদের শুরু থেকে আধুনিক জীবন সম্পর্কে ধারণা দিতে, স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা নিশ্চিত করা ও স্বাস্থ্যসম্মত বাথরুম ব্যবহারের নিশ্চয়তার জন্য আধুনিক মানসম্মত এসব ওয়াশব্লক নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সর্বত্র উন্নয়নের অংশ হিসেবে এই ওয়াশব্লক নির্মাণ যুগান্তকারী পদক্ষেপ।