
আসন্ন উপজেলা র্নিবাচনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বাসীদের এবারের র্নিবাচনে স্বপ্ন দেখাতে নয় স্বপ্ন বাস্তবায়নের
সুর্নিদিষ্ট প্রতিশ্রুতি দিয়েই র্শীষ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবীন নেতৃত্ব সৈয়দা রেজওয়ানা হিমেল । আধুনিক র্স্মাট দুমকি উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবারের উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে র্নিবাচনের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শির্ক্ষাথী, রাজনৈতিক পরিবারের নতুন সম্ভবনাময়ী মুখ হিমেল। জানা যায়, সৈয়দা রেজওয়ানা হিমেল এর জন্ম ও বেড়ে উঠা, উপজেলার আংগারিয়া ইউপির জলিশা গ্রামে, বাবা সৈয়দ ফরহাদ হোসেন হাফেজ মাস্টার (অবসরপ্রাপ্ত শিক্ষক) , মা হোসনেয়ারা বেগম (প্রধান শিক্ষক) সরকারী প্রাথমিক বিদ্যালয় । পড়ালেখা করেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, একজন শিক্ষিত, র্কমদক্ষ, মানুষের বিপদের আপনজন, স ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত রেজওয়ানা হিমেল , নিজেকে গড়ে তুলেছেন । শতভাগ বাস্তবায়ন করার সম্ভাবনার জায়গা থেকে দুমকি বাসীকে স্বপ্ন দেখাতে চান ও তা বাস্তবায়নে কাজ করতে চান,
তিনি মনে করেন সরকারি বা বিদেশি প্রজেক্ট এনে দুমকিতে বড় বড় প্রজেক্ট এনে এই জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়া
সম্ভব, শতভাগ আত্মবিশ্বাসী সামনে যে সময় ও সুযোগ এসেছে তা তিনি দুমকির উন্নয়নে পরির্পূণভাবে কাজে লাগাতে চান তিনি।
সৈয়দা রেজওয়ানা হিমেলকে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান হিসাবে দেখতে চায় দুমকির র্সবস্তরের জনগন। সৈয়দা রেজওয়ানা
হিমেল বলেন, একটা যুবজাগরণের স্বপ্ন দেখেন যেখানে ছোটরা বড়দের সম্মান আর বড়রা ছোটদের স্নেহ করবে, সন্ত্রাসমুক্ত,
মাদকমুক্ত, সৌর্হাদ্যর্পূণ জনপদ গড়ে তুলতে চান তিনি, বহু রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী ও প্রয়োজনের তুলনায়
অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল এরূপ অনেক বিষয় সুপরিকল্পিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করে এ উপজেলাকে
দেশের মধ্যে অনুকরণীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। তথ্যপ্রযুক্তি র্নিভর সময়োপযোগী নেতৃত্ব হিমেল দুমকিবাসীকে গতানুগতিক উন্নয়নের পাশাপাশি স্বপ্ন দেখাতে চান বড় বড় মেগা প্রজেক্ট দুমকিতে এনে তা বাস্তবায়ন করে সারাদেশের মধ্যে
অনুকরণীয় র্স্মাট উপজেলা হিসেবে গড়ে তুলতে। তিনি আরো বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার র্নিদেশ মোতাবেক আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে, জনসচেতনা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। আমাকে র্নিবাচিত করলে আমি সাধারন জনগনের সেবা করার সুযোগ পাবো।