
রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস-এর ১৪টি বাসে অগ্নিকান্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার(০২এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের (মিডিয়া)কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন,গত ১ এপ্রিল ডেমরা থানার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেস-এর ১৪টি বাস পুড়ে যাওয়ার বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিনকে। বাকি ২ সদস্যের নাম পরে জানানো হবে বলেও জানান তিনি।
১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে গতকাল সোমবার (০১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর ডেমরায় দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সে সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের ৫টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লেগে ১৪টি বাস পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডিআই/এসকে