
ডেস্ক রিপোর্ট:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলে হেরোইন সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে হল কর্তৃপক্ষ। আটক দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী অর্ণব ও একই ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া ওরফে রিফাত।
রোববার রাত ১টার দিকে হলের বি ব্লকের ১৩৫ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করেন হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু।
তিনি বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি হলে হেরোইন সেবন চলছে। পরে হলের আবাসিক শিক্ষক মওদুদ আহমেদকে নিয়ে হলের ১৩৫ নম্বর কক্ষে অভিযান চালাই। সেখানে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করি।
সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন সেবনের কথা স্বীকার করেছেন। পরবর্তী সময়ে ডোপ টেস্ট করার জন্য আমরা তাদের নমুনা সংগ্রহ করি। পরদিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেব। এরপর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে বহিরাগত এক যুবককে অপহরণ করে টাকা ছিনতাইয়ের অভিযোগে অর্ণব ও তার এক সহযোগীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে তাদের আশুলিয়া থানায় সোর্পদ করা হয়।