
ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সেহেরী ও ইফতার বিতরণী কর্মসূচি পালন করে চলছে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ভোর রাতে শহরের অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে সেহরি বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দরা।
জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ানের এর নেতৃত্বে এক ঝাঁক তরুণদের নিয়ে অসহায় দুঃস্থ মানুষের মাঝে রাতের আঁধারে তাদের হাতে খাবার তুলে দেয়া হয়।