
মানবতার কল্যাণে ফরিদপুর স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে,সংগঠনের সভাপতি সাইমুর রহমান সিয়াম এর অবর্তমানে তারই দুই নিবেদিত সহযোগী সহ-সভাপতি প্রনব কুমার জয় ও অর্থ সম্পাদক আবির বনিক এর কঠোর পরিশ্রমে এবং সদস্যদের সহযোগিতায় অন্ধ ও প্রতিবন্ধী মাদরাসা ছাত্রদের বুফে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়ন এর গেরদা প্রতিবন্ধী মাদরাসা ও এতিমখানার প্রায় অর্ধশতাধিক অন্ধ ও প্রতিবন্ধী ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী নিয়ে তাদের সাথে আনন্দ খুশি উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি প্রনব কুমার জয়, অর্থ সম্পাদক আবির কুমার বনিক, সদস্য, আবিদুল, হৃদয়, অর্ক, রোহান, সমির, আকাশ, অমিত ব্যাপারীসহ মাদরাসার শিক্ষক ও স্থানীয় সুধীজন।
সংগঠন এর অর্থ সম্পাদক আবির কুমার বনিক বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে গেরদা প্রতিবন্ধী মাদরাসা ও এতিমখানার সকল বাচ্চাদের নিয়ে ইফতার বুফে আয়োজন করেছি। তাদের অসহায় মুখে একটু হাসি আত্মতৃপ্তির জন্য। আজকের এই আয়োজনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সকলের প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি । মানবতার কোনো ধর্ম নেই। তাই আমরা সব সময় সব ধর্মের মানুষের কল্যাণে যথাসাধ্য আমরা কাজ করে যাচ্ছি।