
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমান ডলার এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এবং জাতীরজনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগের মণিরামপুর উপজেলা শাখার সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ, সহ সাংগঠনিক সম্পাদক টিটু মেম্বার, তথ্য ও গবেষণা সম্পাদক শ্রী সাধন, যুব ও ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।